সিঙ্গাপুরের পুরনো এবং দুর্লভ কিছু ছবিঃ তুলনা করে দেখুন বাংলাদেশের সাথে

সিঙ্গাপুরের পুরনো কিছু ছবি দেখলে বলতেই হবে স্বাধীনতাপুর্ব ঢাকার অবস্থা সিঙ্গাপুরের তুলনায় উন্নত ছিল। বিশ্বাস না হলে দেখে নিজেই তুলনা করুন। মোটামুটি সমসাময়িক স্বাধীনতা প্রাপ্ত দেশ দুটির পার্থ্যক এখন ৬০ গুন এর মত (সিঙ্গাপুর ৬০ গুন এর কাছাকাছি বেশী উন্নত (অন্তত টাকার মান তাই বলে)। কিন্তু কেন আমাদের এই নিম্নমুখীতা এত সব প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ  থাকার পরও? নিচে দেখুন ছবিগুলোঃ



ক্যাপিটল থিয়েটার, ১৯৫০-১৬০ এর দিকে

ব্রাস বাসা রোড

চুলিয়া স্ট্রিট, ১৯৬০ এর দশকে

কোলার কিইয় 

বুগিস স্ট্রিট

সেরাঙ্গুন এরিয়া

র‍্যাফলস প্লেস / ব্যাটারি রোড

র‍্যাফলস প্লেস ১৯৭০ সালে

চাঙ্গি ভিলেজ ১৯৬২ সালে

চায়না টাউন, ১৯৭০ সালের দিকে

নিঊ ব্রিজ রোড

সিঙ্গাপুর রিভার

প্লাজা সিঙ্গাপুরা

কুইন্সস স্ট্রিট

সাম্বাওয়াং 

সেরাঙ্গুন রোড

সী মার্কেট, ১৯৭২ সালে

পায়া লেবার এয়ারপোর্ট, ১৯৬০ সালে

সিঙ্গাপুর রিভার

সিঙ্গাপুর রিভার, ১৯৮০ সালে

সুলতান মসজিদ

সারকুলার রোড

ইউ টং সেন স্ট্রিট, ১৯৭০ এর দিকে

তানজং পাগার পুলিশ স্টেশন

ফিস মার্কেট

লিম চু কাং/ চুয়া চু কাং এরিয়া


ছবিঃ ব্রিটিশ কিছু ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে সংগৃহিত।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.