সিঙ্গাপুরে বাংলাদেশী পাসপোর্ট, বার্থ/ ডেথ সার্টিফিকেট গ্রহন , প্রদান বা নবায়নের সারসংক্ষেপ

সিঙ্গাপুরে #পাসপোর্ট নবায়ন বা বার্থ সার্টিফিকেট/ পাসপোর্ট এর কথা ভেবে চিন্তিত হচ্ছেন ? এ পোস্ট কিছুটা হলেও আপনার চিন্তা দূর করবে।
আসুন প্রথমেই জেনে নেই জেনে নিই হাইকমিশনের ঠিকানা, সময় সুচীঃ

19 Keppel Road,
# 04-00 (Consular Wing & Labour Wing)
# 10-00 (Diplomatic Wing, Commercial Wing )
Jit Poh Building, Singapore 089058
Telephone: +6255 0075 (Main)
Consular Service - 6661 0295 & 6661 0290
Labour Wing - 6661 0279
Email: mission.singapore@mofa.gov.bd


যদিও শনি এবং রবিরাব খোলা রেখে তার পরিবর্তে অন্যদিন বন্ধ রাখলে প্রবাসীরা অনেক উপকৃত হত, কিন্তু কি আর করা। হয়তো কোন একদিন কোন এক সুহৃদ হাই কমিশনার এসে এই পরিবর্তন করবেন বলে আশা রাখি।









সিঙ্গাপুরস্হ বাংলাদেশ #হাইকমিশন পাসপোর্ট নবায়ন এর বাধ্যবাহকতার পরিবর্তন করেছেন প্রবাসীদের সুবিধার্থে। আগে শুধুমাত্র কম্পিঊটারে পুরনকৃত ৪ পাতার ফর্ম জমা সাপেক্ষে পাসপোর্ট নবায়নের আবেদন করতে হত, তা এখন থেকে আর লাগবে না। এখন থেকে এক পাতার একটি ফর্ম (হাতে লিখে বা কম্পিউটারে কম্পোজ) জমা দিয়েই আবেদন করা যাবে যেখানে শুধু মাত্র নাম আর পুরাতন পাসপোর্ট এর নাম্বার ও মেয়াদের তারিখ লিখতে হয়। উল্লেখ ফর্মটা বিনামুল্যেই হাইকমিশন সরবরাহ করছে সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় যেমন অগ্রনী ব্যাংক, প্রাইম ব্যাংক ইতাদি। ডাউনলোড করতে পারেন হাইকমিশনের ওয়েবসাইট (http://www.bdhc.sg) বা পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও  (http://dip.gov.bd)  । আপনাদের সুবিধার্থে ফর্মটি সংযুক্ত করা হল। এখন থেকে স্টুডিওতে যেয়ে ফর্মের জন্য টাকা বা হয়রানি কোনটারই সম্মুখিন হতে হবে না।

ফর্মের সাথে যে সকল #কাগজপত্র জমা দিতে হবে
·        বর্তমান ব্যবহৃত পাসপোর্ট ও তার ১ কপি ফটোকপি
·        পাসপোর্ট সাইজের এক কপি ছবি (6 মাসের পোরাতন ছবিও চলবে)
·        সিঙ্গাপুরে কাজের বৈধ পারমিট / পাস
·        জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদ
·        টাকা প্রদানের জন্য ব্যাঙ্ক কার্ড (শুধুমাত্র নেটস এ টাকা নেওয়া হয়)

সব কিছু জমা দেবার পর ফি প্রদানের #রশিদ নিতে ভুলবেন না (যদিও তারাই আপনাকে মনে করে দিয়ে দিবে )। আসুন এবার জানি কোন কাজে কত ফি লাগবেঃ

আশাকরি হাইকমিশনের বাকি বিষয়গুলোও তুলে ধরব অচিরেই যাতে প্রবাসী ভাইরা হেতুক ভোগান্তি থেকে বাচতে পারেন।

নিজে জানুন অন্য প্রবাসিকে জানান, হয়রানি থেকে বাচুন।

(সুত্রঃ High Commission of Bangladesh Singapore)





4 comments:

  1. ভাই জানত চাই আমি এখন বাংলাদেশে।আমার পাসপোর্ট সংগ্রের ডেট ছিল19/03/2020 কিন্তু এখন কি ভাবে তা নিব? Plese

    ReplyDelete
  2. আমি পাসপোর্ট নবায়ন করতে চাই! এখন কি সিঙপুরে বাংলাদেশ এম্বাসি খোলা আছে কি?

    ReplyDelete
  3. আমি পাসপোর্ট নবায়ন করতে চাই! এখন কি সিঙপুরে বাংলাদেশ এম্বাসি খোলা আছে কি?
    মেয়াদ আছে September 7

    ReplyDelete
  4. Very informative post. If anyone wants you can check Visa On Arrival in Bangladesh – fees, rules, eligibility.

    ReplyDelete

Theme images by merrymoonmary. Powered by Blogger.