নিজেদের চিকিৎসা ব্যবস্থাঃ কেন সিঙ্গাপুরগামী



প্রায়শই পত্রিকায় বা বাংলা চ্যানেলে দেখি উমুক নেতা তুমুক নেত্রী সিঙ্গাপুরে চিকিৎসাধীন বা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন। তখনই ভাবনা জাগে সিঙ্গাপুর কি বাংলাদেশের কোন শহর হয়ে গেল? এই ডাক্তারের বা ক্লিনিকের সেবা ভাল না তো পাশের শহরের ডাক্তারের / ক্লিনিকে কাছে গেলাম- ব্যাপারটা এমন ঠেকে। আবার বিদেশেও অনেক বাংলাদেশী ডাক্তার দেখা যায়।

এর কারন কি হতে পারে?
১) বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বাসয্যোগ্য নয়।
২) চিকিৎসকরা মানহীন।
৩) পয়সা খরচ করার অপশন নাই তাই বিদেশে খরচ।
৪) অন্য কোন ব্যাপার :)

আচ্ছা নেতারা যদি নিজেদের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে না পারেন তাহলে আম জনতার ছালা তো থাকার কথা না। এমন কিছু করা যায় না যাতে সামান্য চেকআপের জন্য বিদেশে পাড়ি জমাতে না হয়, এতে করে দেশও কি লাভবান হবে না। ইস্রায়েলি ২ টাকার কোকজাতীয় পন্য বর্জনের ডাকে ফেসবুকসহ অন্যন্য মাধ্যমগুল সরগরম দেখা যায় প্রায়শই , কিন্তু এ ব্যাপারগুলো অলখ্যেই থেকে যায়।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.