ফেসবুকে কোরবানির ঈদ : মজার 10 ( আমি পাচ্ছি, আপনারাও মজা নিন )

ঈদ যেন ফেসবুকেই ... গত দুই দিনের পোস্ট, ফটো আর কমেন্টে বড়ই মজা পাচ্ছি ..
শেয়ারে নাকি মজা বাড়ে তাই আপনাদের সাথে শেয়ার করছি... আপনারাও মজা নিন ...

1) সবচেয়ে বেশি পোস্ট গরু কিনলাম দাম এতো দাম তত. কেউ কেউ দাম লিখতে যেয়ে শূন্য একটা বেশিও দিয়ে ফেলছে . শূন্যের দাম যে কত তা অন্যেরা হয়তো অনুধাবন করছে কিন্তু যে লিখছে সে বুঝতেছে না . 60000 লিখতে যেয়ে শূন্য একটা বেশি তে 6 লক্ষ্য হয়ে গেছে.

২) দাম নিয়ে আরোও একটা . গরু কিনলে রাস্তা দিয়ে আসার সময় জিগ্যেস করলে বলতেই হয় আর বলা হয় এভাবে যেমন একলাখ সাত হাজার কে বলে একলাখ সাত. প্রতিবেশী একজন সেভাবেই লিখছে 100007 (একলক্ষ সাত হাজার লিখতে যেয়ে হয়ে গেছে একলক্ষ সাত টাকা). আর একজন দেখি কমেন্ট করছে এরকম "ভাই, ব্যাটা দেড় চা খাওয়াইছেন সেটার দামও কি গরুর সাথে যোগ করে বলতাছেন?"

3) সম্পর্কে ভাতিজা পোস্ট করছে "সুন্দর এক গরু কিনলাম" . নিচে আর একটা কমেন্ট "হ ভাই, দেখতে ঠিক আপনার মতোই সুন্দর"

4) গরু ছাগলের সাথে নানা অঙ্গভঙ্গিতে সেলফি খিঁচতেছে গতবারের সেলফিবাজরা গতবারের ন্যায়.এবার যোগ হয়েছে ভিডিও ক্লিপস, লাইভ (হাট থেকে , গরুর সাথে কিছুক্ষণ, গরুর সাথে খাওয়াদাওয়া টাইপের)

5) পরশু কোরবানির পর আরোও মজার ফটো আসবে কোরবানির পশুর চামড়া, শিং ও হাড় নিয়ে এটা অবসম্ভাবী .
6) গরুর আটা ময়দা মাখিয়ে সাজানো মনে হয় নবসংস্করণ. জানি না এর পর কেউ পার্লারে নিয়ে যাবে কিনা. সিজনাল ব্যবসায়ীরা আইডিয়াটা মাথায় রাখতে পারেন.

7) বাসায় ফিরতে ভোগান্তিমূলক পোস্ট এর সাথে সাথে ভিড়ে নাকি মজাও পাচ্ছেন এটাইপের পোস্ট দেখছি.

8) ইনবক্স, হোয়াটসআপ আর ইমেইল ভর্তি হচ্ছে ঈদ শুভেচ্ছায়. মাগার কেউ বাড়িতে খাইবার দাওয়াত দে নাই.

9) কে কয় বোতল টানবে, বান্ধবীদের নিয়ে কোথায় বেড়াবে তারও হিসাব দিয়েছে সাহসীরা (বাড়িতে মনে হয় জানে না বা জানলেও তাদের শাসন করার বা বুঝানোর কেউ আছে বলে মনে হয় না)

10) কেনাকাটামূলক পোস্ট কমই দেখলাম (ফ্রেন্ড লিস্টএ মেয়ের / মহিলার সংখ্যা নেহায়েতই কম বলে এ পোস্ট হয়তো কম)


আপাদত 10টাই  উল্লেখ করলাম, ঈদ পরবর্তীতে আরোও কিছু যোগ করার আশা রাখি. 

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.