সিঙ্গাপুরে পৌষের আমেজ , কিছু সতর্কতা

নগর পুড়লে কি দেবালয় রক্ষা পায়?


ঘুম থেকে উঠে হাতে চায়ের কাপ, বাইরের তাকিয়ে একটু খেই হারানোর অবস্থা. আমি কি বাংলাদেশে .. কিন্তু কিভাবে !! আর বাংলাদেশে তো এখন শীতকাল না ...

বাইরের প্রকৃতি যেন হেমন্ত মুখোপাধ্যায়ের গানে তাল মিলিয়ে গেয়ে চলছে," পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন .."

কিন্তু কুয়াশায় আবার ঝাঁজ কিসের ...  যেন নাক জ্বালাপোড়া করছে ...


আর তাতে বুঝে উঠতে বাকি রইলো না যে ইন্দোনেশিয়ার জঙ্গল পোড়ানো মনে হয় আবার শুরু হয়েছে আর তার ধোয়া আর ছাই উড়ছে সিঙ্গাপুরের আকাশে বাতাসে ...

বছরের পর বছর চেষ্টা করেও এ থেকে যেন পরিত্রান নেই, প্রতিবছরই সিঙ্গাপুরে এই যন্ত্রনা সহ্য করতে হয়.
হেলিকপ্টারে করে পানি দিয়ে কি আর এ আগুন থামানো সম্ভব ?


সে যাই হোক , মূল কোথায় আসি ...
1. আবহাওয়ার অবস্থা জানতে চোখ রাখুন নেয়া'র ওয়েবসাইটে
২. বাইরে কম থাকার চেষ্টা করুন , আর বাইরে থাকলে মাস্ক ব্যবহারের চেষ্টা করুন
3. কোম্পানিগুলো অবস্থা খারাপের দিকে গেলে বিনামূল্যে মাস্ক সরবরাহ করবে
4. কোম্পানির সেফটি অফিসারের সাথে কথা বলে উপদেশ বা পরামর্শ পেতে পারেন
5. বেশি করে পানি পান করুন
6. নিচের তালিকা অনুযায়ী অন্যান্য সতর্কতা অবলম্বন করুন.
7. অন্যদেরও সতর্ক করুন 
8. সুস্থ ও নিরাপদে থাকুন প্রবাসে প্রতিটি দিন



No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.