প্রবাসে আবোল তাবোলঃ বাংলাদেশের প্রতিনিধিত্বে ভিনদেশী নাগরিক


ব্যাপারখানাই কেমন যেন আজিব। প্রবাসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অনেক অঙ্গসঙ্ঘঠন কাজ করে। যেমন বাংলাদেশ উগান্ডা সোসাইটি, বাংলাদেশ ঘানা ফোরাম ইত্যাদি ইত্যাদি ।। আর এসকল সঙ্ঘঠনের নেতৃত্ব দেখা যাচ্ছে ভীন দেশীদের। ব্যাপারটা কেমন কেমন হল না?

আপনি যেখানে বাংলাদেশে কে পায়ে থেলে , বাংলাদেশী পাসপোর্টের গায়ে কষাঘাত করে ভিন দেশী পাসপোর্টে গ্রহন করছেন সেখানে আপনি কিভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন একবার ভেবে দেখেছেন কি ?



আবার ভিনদেশী পাসপোর্ট গ্রহনের সময় সে দেশপ্রীতির নিদর্শন স্বরুপ নিশ্চয়ই শপথ গ্রহন করেছেন , তাহলে এখনে আপনি কি বিশ্বাস ঘাতকতা করছেন না ?

ভিনদেশী পাসপোর্টে আপনার বাঙ্গালিত্ব থাকতে পারে কিন্তু আপনি আর বাংলাদেশী নন। নিজ প্রয়োজনে যেখানে বাংলাদেশী জাতীস্বত্তা বিসর্জন দিচ্ছেন সেখানে নেতৃত্ব আকরে থাকাটা মুর্খতার পরিচয় মাত্র।

(কোন কোন দেশে আইনগত বাধ্যবাধকতায় সঙ্ঘঠনে দু'দেশের প্রতিনিধি থাকার বিধান থাকলে সেক্ষেত্রে ভিন্ন কথা)

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.