হারিকেন নামা


২০০৯ এর কথা. নতুন একটা কোম্পানিতে যোগদান করেছি. কুশল বিনিময়ের এক কালে সিঙ্গাপুরে ১৭ বছর থাকা এক বাংলাদেশী ভাই বলল '' ভালো নাই ভাই, হারিকেনের জ্বালায় জ্বলতে জ্বলতে সব শেষ.' তার কথায় আমি থ . সিঙ্গাপুরে হারিকেন জ্বালানোর দরকার কোথায়. লোডশেডিং নামক জিনিসটা কি তা এদেশীয় নবীনপ্রজন্ম  বোধহয় শুনেই নি. অন্যদের কাছে হারিকেনের বিষয়টা জানতে চাইলে সবাই দাত কেলিয়ে হাসে.

তারপর বুঝিয়ে বলল . ওই হারিকেন ওয়ালা ভাই নাম লিখতে কলম ভাঙ্গে . প্রতিদিন Heineken Beer গিলে, রীতিমত Heineken এর নেশা. Heineken বলতে পারে না , বলে হারিকেন. এর পর ওই ভাইকে দেখলেই হারিকেননামা মনে পরত আর দাত না কেলাতে পারলেও মন মিলিয়ে হাসতাম.


ব্যাপার খারাপ না, আমাদের ভাইয়ের গলা ভিজিয়ে Heineken হয়ে গেল হারিকেন. Heineken তার জীবনের ফিলিপস বাত্তিতে লোডশেডিং ধরায়ে দিয়ে জ্বালিয়ে দিয়েছে হারিকেনের নিভু নিভু আলো.

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.