বাজেট ও রেমিটেন্স : প্রবাস ভাবনা




বছর ঘুরে বাজেট আসে বাজেট যায়, মন্ত্রী প্রবাসীদের কাছ থেকে শুধু রেমিটেন্স চায়. কিন্তু রেমিটেন্সের কারিগরদের জন্য কিছুই থাকে না কোন বাজেটে. এবার মুক্তিযুদ্ধা ভাতা বাড়ছে, ভালো উদ্যোগ; প্রবাসীরা মুক্তিযুদ্ধাদের সমান না হলেও কাছাকাছি পর্যায়েই পরে . তাদের জন্য তাহলে কেন কিছুই থাকবেনা বাজেটে. মুক্তিযুদ্ধারা জীবন বাজি রেখে দেশের জন্য লড়ে গেছে ৯ মাস , আর আমরা লড়ছি যুগের পর যুগ. এ লড়াইয়ের শেষ নেই .. রেমিটেন্সের লড়াই চলছেই পৃথিবীর আনাচে কানাচে ... প্রতিবছরই প্রাণ হারাচ্ছে প্রবাসীরা . মায়ের কোলে ফেরার বদলে ঠাই হচ্ছে না ফেরার দেশে . তাহলে প্রবাসীদের অবদান কোন দিক দিয়ে কম ?? বিনিময়ে রাষ্ট্র কি দিচ্ছে আমাদের ? এমনকি বিদেশে থাকার জন্য নিতান্ত কাগজপত্রগুলো (পাসপোর্ট , অন্যান্য সার্টিফিকেট ) তৈরী করতে গেলেও স্বীকার হতে হয় হয়রানির . এভাবে আর কত কাল ? আর কত বাজেট আমাদের অগ্রায্য করবে ?


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.