বর্ণিল বাহিরালয়, চাক্ষুষ হয়েও অলক্ষ্যে
SG50 নিয়ে সিঙ্গাপুর মাতোয়ারা, উচ্ছাসে আনন্দে আর রঙিন সাজে বর্ণিল চারপাশ. যদিও প্রতিবছরই ঘটাকরে এ দিনটি পালন করা হয় কিন্তু ৫০বর্ষে আগের সব আয়োজনকে ছাপিয়ে গেছে সবদিক থেকে . আতশবাজি, কুচকাওয়াজ বা সমরাস্র প্রদর্শনী নতুন কিছু নয় এবং এ নিয়ে বরাবরের মত এবারও তার উপর সবার নজর ছিল. দীর্ঘ ছুটিতে তার সাথে যোগদেয় অন্যান্ন দর্শনীয় স্থান, যা এনে দেয় বাড়তি উন্মাদনা. তবে এবার ভিন্ন কিছু লক্ষ্য করলাম, নান রঙ্গে শোভিত বিল্ডিংগুলো নিয়মিত চক্ষুগোচর হলেও, চারদিকের আলোকছটায় তা যেন অলক্ষ্যেই পড়ে রইল .
আগের বছরগুলোতে দেখেছি পতাকা শোভিত, এবারের নজরকাড়া সাজ নিমেষেই করে বিমোহিত
ঘাটাঘাটি করে জানা গেল কমপক্ষে ১০০টি বিল্ডিং এরকম সাজে সজ্জিত, বাকি গুলো দেখার অপেক্ষায়
No comments