সিঙ্গাপুর মাতিয়ে গেলেন হারুন কিসিঞ্জার , শাহীন শাহ'রা
সিঙ্গাপুরের বাংলাদেশী কমিউনিটির সংঘঠনগুলোর মধ্যে একটি বিআইএমটিএএ উদ্যোগে গত ৮ই আগষ্ট আয়োজিত হয় 'বিআইএমটি মিউজিক্যাল নাইট ২০১৫' . এতে আমন্ত্রণ জানানো হয় বৃষ্টি , শ্যারন,সাজীন, কৌতুক শিল্পী হারুন কিসিন্জির , জাদু শিল্পী শাহেনশাহ সহ আরো অনেকেকে. সিঙ্গাপুর পলিটেকনিক এর কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৭ টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত. সিঙ্গাপুরের ৫০তম জন্মবার্ষিকী উদযাপনের টানা ছুটির মাঝে এ অনুষ্ঠান সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করে. ৭ টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও লোকসমাগম হতে থাকে সন্ধা ৬ টা থেকেই . পরিচিত জনের সাথে আড্ডা, কুশল বিনিময় আর হাসি আনন্দে অন্দোলিত হয় সিঙ্গাপুর পলিটেকনিকের আশপাশ, আর তার মাত্রা বহুমাত্রায় বর্ধিত হয়ে ছাপিয়ে যায় সারা বাংলাদেশে. মিউজিক্যাল নাইটের আবহের চেয়ে অনেককেই দেখাগেছে ফিরে ফিরে যেতে ছাত্রজীবনে, নারায়ণগঞ্জের বিআইএমটিতে.
যদিও মূল আকর্ষণ হিসেবে থাকার কথা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান কিন্তু আয়োজকদের পক্ষথেকে জানানো হয় ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তিনি আসতে পারেন নি. এজন্য অবশ্য অনেককে হতাশ হতে দেখা যায়. তবে নাচ আর গানের সাথে হারুন কিসিন্জারের কৌতক আর শাহীনের জাদু সবাইকে সবাইকে মায়াজালে আবিষ্ট করে, মাতিয়ে রাখে হাসি আনন্দে . সবচেয়ে বেশি উজ্জীবিত দেখা গেছে ছোট ছোট শিশুগুলোকে, মঞ্চ যেন তাদের ফিরে ফিরে ডাকছিল.
সংঘঠনের সভাপতি তার সুভেচ্ছা বক্তব্যে তাদের ভবিষত্যের কর্মপন্থার কথা তুলে ধরেন এবং তার সুফল সংঘঠনের সদস্য ছাড়াও সিঙ্গাপুর প্রবাসী অন্য বাংলাদেশীরাও ভোগ করতে পারবে. এজন্য তিনি বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করেন. অনুষ্ঠানে এম্পয়মেন্ট হ্যান্ডবুকের প্রচ্ছদ উন্মোচন করা হয়.
সিঙ্গাপুরের শত ব্যস্ততার মাঝে বাংলাদেশীরা একত্র হতে পারা , একসুরে গান ধরার মত সময় বা সুযোগ কমই আসে. শৃঙ্খলার জীবনে প্রানোচ্ছলের আলোকচ্ছটার রশ্মি প্রবাসজীবনকে হয়তো আলোকিত করে রাখবে না কিন্তু অনুষ্ঠানের আলোচনা চলবে বেশ কয়েকদিন.
No comments