মেয়ে ... কেন?
মেয়ে... তুমি
কাঁদ কেন?
তুমি জান না
তোমার অস্রু মুক্তার চেয়ে দামি।
তবে কেন বরষা
ঝরাও?
মেয়ে... তোমার
মন খারাপ কেন?
মেঘলা আকাশ
শ্রাবনে মানায়
তোমার মূখে
মানায় না
মেয়ে... তুমি
চুপ কেন?
নিস্তব্দতা তো
রাতের জন্য
তোমার প্রানের
ঝরনা থেমে গেলে কি ভাল লাগে বলো?
মেয়ে... কেন
তুমি আনমনে?
ওলোট-পালোট ভেবে
কেন মনখারাপ কর
দেখ সারা পৃথিবী
দারিয়ে তোমার অপেক্ষায়...
তুমি আর একবার
শুধু হাত বারাও...
হবে কি সময় একটু?
শুনবে কি আমায়??
No comments