আমার ফেরা
চূর্ন হল মন যে
আমার
খর্ব হল আশা,
এরই মাঝে বয়ে
চলে
আমার কাঁদা-হাসা।
গুমরে কাঁদে
ভালবাসা
মনের গহীন কোনে,
তাইতো দু’চোখ
অপলক
তোমার স্মৃতির পানে।
হয়তো আমি আসব
ফিরে
বৃষ্টি ভেজা এক স্বন্ধ্যায়,
থাকবে কি এ আশার
দানা বেধে
অবুঝ তোমার মনটায়?
স্মৃতির পাতায়
ভেসে ওঠে
তোমার হাসিমু্খ,
এই ভেবে পাই যে
আমি
অনন্ত সুখ।
সত্যিই যেদিন
পাব তোমায়
পূর্ন হবে জীবন,
আনন্দে তাই
কেঁদে ওঠবে
আমার ছোট মন।
No comments