সিঙ্গাপুরের পঞ্চম স্বীকৃত ভাষা বাংলা: স্বপ্নের পথে আরও এক ধাপ

সিঙ্গাপুরে চালু হল বাংলা এফএম (আমার এফএম ৯৬.)  
 ষোল আনাই বাংলা ট্যাগ দিয়ে ১লা অক্টোবর ২০১৪ থেকে প্রত্যেক দিন সিঙ্গাপুর সময় রাত ০৮ টা থেকে শুর করে ১০ টা পর্যন্ত চলছে বাংলায় এফ এম সাধুবাদ জানাতেই হয় উদ্যোগতাদের হয়ত দেশী এফ এম এর মত ভাল প্রোগ্রাম শুরুতে দিতে পারবে না কিন্তু অন্তত দেশের কিছু এফএম এর আরজে দের মত বাংলা না বলে সঠিক উচ্চারনের বাংলা প্রোগ্রাম তো হচ্ছে আধুনিক প্রযুক্তির যুগে এফ এম যদিও তেমন বড় কিছু বিষয় নয়, বিশেষত সিঙ্গাপরের মত দেশে যেখানে প্রযুক্তির ছোয়া লেগে আছে প্রতি পরতে পরতে তার ওপর  দুঘন্টার প্রোগ্রামযদিও সময়টা খুব দীর্ঘ নয় কিন্তু তাতে কি? এভাবেই  এগিয়ে যাবে বাংলা সব কিছুর সুত্রপাত হয় ছোট দিয়েই সিঙ্গাপুরে সরকারিভাবে ইংরেজি, চাইনিজ, মালায় এবং তামিল চারটি ভাষা স্বীকৃত এখন স্বপ্ন দেখা যেতেই পারে সিঙ্গাপুরের পঞ্চম স্বীকৃত ভাষা বাংলা স্বপ্নটা কি অলীক কিছু?

বাংলাদেশী ব্যবসা বা বিপনি বিতানে বাংলার ব্যবহার আগে থেকেই, এখন অন্যান জায়গায়ও বাংলায় সাইনবোর্ড বা প্রচারনা বেড়েছে অনেকটা  
ভাষা শহীদদের আত্নত্যাগের সোনালী ফলস ফলতে শুরু করেছে দিকে দিকে, বাংলা ভাষার জয়গান বাজবে চারদিকে বাঙালি জাতিস্বত্বার প্রস্ফূটন হোক ভাষার জাগনিয়া গানের মাধ্যমেই বাংলাদেশীরা সিঙ্গাপুরে নানা ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখলেও জাতি হিসেবে আমরা এখনো নিজেদের সেভাবে মেলে ধরতে পারিনি এখনো বাঙ্গালিদের দেখা হয় মজুর শ্রেনী হিসেবে   হয়তো ভাষার স্বীকৃতির মাধ্যমে একসময় আসবে জাতির স্বীকৃতি কান পেতে শুনি জাতির জয়ধবনি, পথচেয়ে আছি সেই দিনের অপেক্ষায়

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.