ভালোবাসার সৌন্দর্য
রাতের অমানিশায় বিহঙ্গের নিঃশব্দ চলাচল
সাগরের বুকে ঢেউ বহে ছলছল
পুষ্পে পুষ্পে উড়ে প্রজাপতির দল
অপার সৌন্দর্যে ভরা এ ধরনীতল
পৃথিবীর সৌন্দর্য সব রেখে একপাশে
উড়তে চাই ঘুড়ি হয়ে তোমার আকাশে
ছিড়ে যায় যদি সূতা ঝর বাতাসে
পড়ি যেন শুধু তোমারি বাগানের ঘাসে
মনোরম তুমি সৌন্দর্য তোমার যায় বলিহারি
তোমার জন্য পারব দিতে সূর্য দেশ পাড়ি
তুমি শুধু বেসো ভালো মন থেকে আমায়
সারাজীবন ধরে আমি বাসব ভাল তোমায়।
No comments