শান্তির নীড়


হাজার মাইল দূর হতে দেখি আর স্মৃতি নাড়ি
ওই নদী আর ঘাট পেরুলেই
ছায়া সুনিবিড় পথের ধারে
শান্তির নীড় - আমার বাড়ি।

শীতলক্ষ্যার তীর ঘেষে বুনো হাস যায় ভেসে
জোড়া শালিকের ন্যায় প্রেমিকযুগল
গাদাফুল শোভিত খেতের আইলe হাটে আর হাসে
ভালবাসা নিয়ে চলে আনন্দলোকে বলাকার পাখায় ভেসে।

সেই হাসি আর ভালবাসার উচ্ছ্বাস আছড়ে পরে
হাজার মাইল দূরে , বহু দূরে
ভালবাসি আমার বাংলা , আর তার প্রকৃতিরে
যেতে চাই ফিরে ফিরে আমার শান্তির নীড়ে

(আর্কাইভের পুরোনো ছবিটি চোখে পড়তেই দু'পঙ্কতি মনে উকি দিল) 


No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.