চাইনিজ নববর্ষের সাজে সিঙ্গাপুরঃ ছাগুবর্ষ
সিঙ্গাপুরের জনগোষ্ঠির ৭০% ই চাইনিজ আর তাই চাইনিজ নববর্ষ উদযাপিত হয় ঘটা করে। এ সময়ই একসাথে সবচেয়ে বেশি সরকারী ছুটি (২দিন)। রাতভর জাগ্রত এ দেশে একটা সময় ছিল যখন নববর্ষের সময়টাতে অনেক দোকানপাটই বন্ধ থাকত। মনে হত ভিন্ন এক সিঙ্গাপুর। কালের বিবির্তনে হয়ত তার কিছুটা ব্যতয় ঘটেছে কিন্তু উৎসবের আমেজ বেড়েছে বৈ কমে নি। এবছরের প্রতীক হল ছাগল। আর তাই সাজসজ্জায় ছাগুর প্রাধান্য থাকাটাই স্বাভাবিক । প্রতিটি জাতিগত উৎসবের মত চাইনিজ নববর্ষেও সিঙ্গাপুরকে সাজানো হচ্ছে মনোরম আভায়। তারই কিছু আলোকচ্ছটা এ পোষ্টে।
No comments