ঈদ আনন্দে মাতোয়ারা সিঙ্গাপুর, আজ বাদে কাল ঈদ
সিঙ্গাপুর, যার কৃত্তিম সৌন্দর্যের কথা লিখিত হয়েছে অজস্রবার, ব্যক্ত করেছে জনে জনে। কিন্তু কৃত্তিমত্বাকে ছাপিয়ে যায় কৃষ্টি -কালচার, ধর্মীয় লোকাচার জাতীয় অনুষ্ঠান উদযাপনে। সিঙ্গাপুরের নাগরিক এবং বহিরাগত মিলিত ভাবে মুসলিম জনগোষ্ঠি নেহায়েতই কম নয়। চাঁদ দেখা যাক না যাক, কালকে সিঙ্গাপুরে ঈদ।আজ বাদে কাল (শুক্রবার) ঈদ. স্বভাবতই ঈদ-উল-ফিতর এ জনগোষ্ঠির প্রধান উৎসব হিসেবে সিঙ্গাপুর জেগে উঠেছে নব সাজে। রাস্তা শোভিত হয়েছে নানা রঙ্গে।
পা বাড়ালেই যেখানে বিশাল শপিং মল চোখে পড়ে সেখানে অতীত ঐতিহ্য ধারন করতে বসে ইদ বাজার।যা দেখে বাংলাদেশের ঈদ মার্কেটের ভীড়ের কথা মনে পড়া অস্বাভাবিক কিছু নয় ।
পোশাক পরিচ্ছদ, গৃহস্থালির পাশাপাশি খাবারের দোকান, রূপচর্চার পশরা বসে।
নামাজ পড়ার ভিন্ন নিয়মের কারণে এবং স্থান সংকুলন না হবার দরুন মালয় জামা'ত বাদে ৭ টি মসজিদে ৮ টি বাংলাদেশী জামা'ত অনুষ্ঠিত হবে ।
ঈদে দর্শনীয় স্থানগুলোতে উপচেপড়া ভীর থাকা স্বাভাবিক . সব কিছুই আছে এখনে কিন্তু এত কিছুও ভুলিয়ে রাখতে পারে না দেশীয় ঈদ উদযাপন । শত ব্যস্ততায় টেলিফোনে দেশে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে অশ্রু সিক্ত হন।দুপারেই চলে আবেগ ভালবাসার বন্যা। প্রতিটি সিঙ্গাপুর প্রবাসীই দেশটাকে এ সকল দিনগুলোতে আরো বেশি অনুভব করে বলেই প্রতীয়মান হয়.
No comments