বড়দিন ও নববর্ষে অপরূপ সাজে সিঙ্গাপুরঃ ছবি ব্লগ
চলে যাচ্ছে ২০১৪। দেখতে দেখতে আর একটি ইংরেজি বছরের বিদায়ের ঘন্টা বাজতে চলছে। সিঙ্গাপুরে যদিও চাইনিজ নববর্ষ, ঈদ বা দিপাবালি জাতিগত ভাবে প্রধান উৎসব কিন্তু জাত পাত ভূলে সম্মিলিত ভাবে বড়দিন বা নববর্ষের মত দিনগুলোতের সবাই এক সাথে মেতে ঊঠে। জাতি বা ধর্মগত উৎসবে নির্দিষ্ট কোন এলাকা কে সাজানো হয়। বড় দিন বা নবরবর্ষকে বরন করতে সাজে সারা দেশ। আসুন দেখি বড়দিন এবং নববর্ষের প্রাকালে কিভাবে সেজেছে সিঙ্গাপুর।
ডাইসো
গার্ডেন বাই দ্যা বে
অচার্ড রোড
সিঙ্গাপুর রিভার এর পাশ ধরে
সিঙ্গাপুর ফ্লাইয়ারের পাশে
নাইট সাফারি
সিটি স্কয়ার মল
টাঙ্গিল শপিং মল
এমনি তে ই সিঙ্গাপুর সাজানো গোছানো। বড়দিন এবং নববর্ষে প্রতিটি শপিং মল , দর্শনীয় স্থান, রাস্তা নব সাজে সজ্জিত হয়। নব রূপে যেন এক ভিন্ন সিঙ্গাপুর যেন তার সৌন্দর্যতার পূর্নতা পায় ।
আরও দেখুন আরও দেখুন
No comments