গালি ও বুলি


প্রবাস কর্মস্হলে প্রতিদিন কত দৃশ্য দেখি কত ঘটনা শুনি যে, কখনো কখনো কেঁদে উঠি আবার কখনো হাসিতে ফেটে পরি। 
আজকের ১টি ঘটনা শেয়ার করছি। কাজ করতে গিয়ে কখনোবা worker বা contactor company 
কে জরিমানা করতে হয় বলে লোকজন সমীহ করে। আজ ১টি দেশী ছেলে 
বড় রকমের ভুল করেছে যা রিপোর্ট করলে তার company ছেলেটিকে দেশে পাঠিয়ে দেবে তাকে কারন জিজ্ঞেস করতেই পা জড়িয়ে কাদতে লাগল।বুঝতে পারলাম সে English কম  বোঝে ও আমাকে ভিনদেশী ভেবেছে।সমবয়সী ১টি যুবক পা ধরে কাদছে খুব খারাপ লাগছিল। 

কথা বলে জানলাম অল্প শিক্ষিত সে যুবক ৪ লক্ষ টাকা দিয়ে ১মাস হল এখানে এসেছে।
পরিবারের কথা শুনে মনটা আরও খারাপ হল।একদিকে কর্তব্যবোধ অন্যদিকে মানবিকতা,দেশীভ্রাত্রী প্রেম।
২য় টির জয় হল।তাকে ও Supervisorকে মৌখিকভাবে সতর্ক করলাম।
তবে তখন খুব হাসি পাচ্ছিল কারন চাইনিজ supervisor তাকে বুঝাচ্ছে আর গালি দিচ্ছে এই বলে 
``কান্দিনাই``।এটি বাজে ১টি গালি।supervisor যতবার বলছে`` কান্দিনাই ,``ছেলেটি ততবারই বলছে কানছি তো।পা ধরে কানছি।
অবশ্য...

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.